নজরুল ইসলাম আতিক:
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আক্তার হোসেন মাঝি। শনিবার সকালে বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করেন। এই সময় মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শাহজালাল মিশন, হাজী মোশারফ হোসেন ও ইব্রাহিম কাজী জুয়েল উপস্থিত ছিলেন। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, এবং সাংগঠনিক সম্পাদক উদ্দিন বাবুল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।