নজরুল ইসলাম আতিক:
চাঁদপুর পৌরসভা নির্বাচনে এ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বিপুল ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন। চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়েল বিশেষ শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল (নৌকা) প্রতীকে মোট ৩৪হাজার ৮শ ২৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) প্রতিকে পেয়েছেন মোট ৩হাজার ৬শ ১৩ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা) প্রতিকে পেয়েছেন মোট ১হাজার ২শ ৩৩ ভোট।
এর আগে সকাল ৯টায় ইলিকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বিকের চারটায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ছোট খাটো দুই একটি ধাওয়া পাল্টাধাওয়া ছাড়া বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ১২ টায় দিকে গণি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরদের কর্মী সমথর্কদের মাঝেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া দুপুর ২টায় বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কট করেন। বয়কটের কারন হিসেবে তিনি উল্লেখ করেন, তার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা। ভোট বানচাল সহ আরো বেশ কয়েকটি কারন উল্লেখ করেন।
বেলা প্রায় ৩টার সময় সিনিয়র জুনিয়র বিষয়ে বিতর্কের জেরে ইয়াছিন মোল্লা নামের এক দর্জি শ্রমিক নিহত হয়েছে। যদিও চাঁদপুর পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান জানান, বিষয়টি নির্বাচন কেন্দ্রীক নয়। যেহেতু হত্যাকা-টি ভোটগ্রহণের সময় হয়েছে তাই বিষয়টি গুরুত্বের সহিদ তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করা হবে।