নজরুল ইসলাম আতিক:
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চাঁদপুর নৌপথে চারটি স্পেশাল চলবে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। করোনাকালীন সময়ে জনসাধারনের সুবিধার্থে ও অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর তথ্য মতে, চাঁদপুর নৌ পথে আগামী ২৭ জুলাই হতে ০৬আগস্ট পর্যন্ত চলবে এ স্পেশাল লঞ্চ সার্ভিস। ঢাকা-চাঁদপুর, ঢাকা-ইচুলী, চাঁদপুর-বরিশাল, ও নারায়নগঞ্জ-চাঁদপুর রুটে চলবে এ বিশেষ লঞ্চ সার্ভিস।
এ প্রসঙ্গে চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপ-পরিচালক কায়সারুল ইসলাম জানান, ইতোমধ্যে বন্দর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ঈদে ঘাটের অভ্যন্তরিণ কার্যগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ঘাটের ছোট ছোট মেরামত কাজও সম্পন্ন হয়েজে। এসময়ে করোনার কারণে সচেতনামূলক লিপলেট বিতরণ করা হবে।