সম্পাদকীয়:
ঘটনা এবং রাষ্ট্র এ দুটোর সেতুবন্ধন সাংবাদিক। সাংবাদিকরা স্বাধীনতার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল। সেই সুবাদে স্বাধীনতা পরবর্তী সংবাদ জগত ব্যাপক ভাবে সরব আবির্ভাবে কাজ করে যাচ্ছে। দেশের সাংবাদিকতার বিভিন্ন স্তর রয়েছে রাজধানীকেন্দ্রিক বিভাগীয় জেলা এবং উপজেলা এমনকি ইউনিয়ন থেকে ওয়ার্ড গ্রামে এখন সাংবাদিকতার রুপরেখা বিরাজমান। ২৭ ফেব্রæয়ারি দৈনিক শপথ পত্রিকায় খবর প্রকাশ হয়েছে খবরের কারিগরদের ‘চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত \ চাঁদপুর শিল্প-সংস্কৃতিতে বিশেষত্ব রয়েছে বলেছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ’ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি থেকে শুরু করে সকল সদস্যগণের প্রতি দৈনিক শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে অভিষিক্ত ভালোবাসা রইলো। সমগ্র পৃথিবীকে গণমাধ্যমের নেত্রনালীতে সম্পৃক্ত করে রেখেছে। পৃথিবীর যেখানে যে কোনো ঘটনায় ঘটুক তাই এখন আর চুপ থাকে না। বেরিয়ে পড়ে ছড়িয়ে পড়ে গণমাধ্যমের হাত ধরে। গণমাধ্যমকর্মীদের একনিষ্ঠ চিন্তা ধারাকে প্রতিষ্ঠা করার শতভাগ সুযোগ থাকলে যেকোনো অন্তরায় কাটিয়ে ওঠা সম্ভব। দেশের যত জরাজীর্ণ নিয়ম কানুন অপসংস্কৃতি অপরাধ দুর্নীতি অনিয়ম সবকিছুতে একনিষ্ঠভাবে ক্রিয়া-প্রতিক্রিয়া এবং মনোভাব মানসিকতা প্রতিষ্ঠিত করার, প্রকাশ করার সুযোগকে হরণ করা না হলে দেশের যে কোনো অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু সে সুযোগ এখন আর নেই কারণ সংবাদ এর নেতিবাচক খবর প্রকাশ করার চেয়ে ইতিবাচক খবরের দিকেই গণমাধ্যমকে দৌড়াতে হয়। যার ফলে এ ভূখÐে নেতিবাচক ঘটনা অনবরত জন্ম হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে দেশ ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। তাই গণমাধ্যমকে স্বার্থ ত্যাগ করে গণমানুষের মনের গতিতে চলার পথকে সুগম করতে পারা এখন সময়ের দাবি। টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালকের উপস্থিতি চাঁদপুর জেলার সাংবাদিকদের সংবাদ ক্ষেত্রে মানসিক বৈপ্লবিক উন্নতি উৎকর্ষতা প্রতীক হিসেবে কাজ করবে। ব্যস্ত সময়ের বেড়াজাল থেকে চাঁদপুর জেলার গণমাধ্যমকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সময় দিয়েছে তা খুবই গুরুত্ব বহন করছে। চাঁদপুরের শিল্প-সংস্কৃতিতে প্রকৃতির দান ব্যবস্থাপনায় চাঁদপুর শিল্প-সংস্কৃতিতে প্রভাব রয়ে গেছে। যা যে কোন অঞ্চলকে এ অঞ্চল থেকে চাঁদপুর কে আলাদা করে দেখার আলাদা করে ভাবার আলাদা করে চিন্তা- চেতনায় রাখার বিষয় হিসেবে চিহ্নিত হয়ে আছে। বিশ্বের পরিচালকদের মনস্তাত্তি¡ক ব্যধিতে আক্রান্ত হয়ে আছে ফলে গণমাধ্যমকে সর্বকালের মত দেশের মানুষের কথা ভেবে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং প্রকাশনা সচেষ্ট থাকার দাবি করছে সচেতন মহল এবং সকল স্তরের জনগণ।