স্টাফ রিপোটার
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় কবি ও গীতিকার মোখলেছুর রহমান মুকুল করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। চাঁদপুর শহরের প্রবীণ কবি ও গীতিকার মুখলেসুর রহমান মুকুল সোমবার মধ্যরাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)।
তিনি গত কয়েক বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। স¤প্রতি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মোখলেসুর রহমান মুকুল চাঁদপুরের শিল্প-সংস্কৃতি অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর ললিতকলা ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সাথে জড়িত ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।