স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৯জন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার প্রমুখ।
অবসরজনিত সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা হলেন: প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনিছুর রহমান, ট্রেজারি হিসাব রক্ষক লিয়াকত হোসেন, মোঃ উচ্চমান সহকারী তোফাজ্জল হোসেন, ফিরোজ আহমেদ, বিমল চন্দ্র দে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতিভা রানী দেব, সেলিম হোসেন ও খাজা আহমেদ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সভাপতি মোঃ নেছার আহম্মদ, নাজির ভোলা নাথ নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র সিএ নাছির উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অবসরগ্রহণকারী কর্মচারীদের তাদেরকে ফুল ও বিদায়ী উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়।