বিল্লা ঢালী:
পার্শ্ববর্তি জেলা থেকে আগত ব্যক্তিদের তথ্য দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বুবধবার ১১টায় তাঁর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লিখেন, সুপ্রিয় চাঁদপুর জেলার সকল স্তরের জনগন করোনা ভাইরাসে আক্রান্ত পার্শ্ববর্তী জেলাসমুহ থেকে সদ্য চাঁদপুরে আগত লোকজনের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর (সম্ভব হলে) তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য দ্রুত আপনার নিকটবর্তী উপজেলা নির্বাহী অফিসার/ থানার ওসি/ জনপ্রতিনিধিদের অবহিত করুন।
চাঁদপুরের সকল মানুষকে সুরক্ষিত রাখার জন্য যার যার অবস্থান হতে সদ্য সে সকল জেলা হতে আসা প্রতিবেশীর তথ্য জানানোর জন্য এ জেলার সকল জনগনকে সবিনয় অনুরোধ করছি