স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা স্কাউটসের আয়োজনে জেলা পর্যায়ে (ডিপিইও, ইউইও এবং এইউইও সহ) কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় চাঁদপুর জেলা স্কাউট কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি পরিচালক চাঁদপুর জেলা স্কাউটসের ফিরোজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষন) মিজানুর রহমান মজুমদার।
বক্তারা বলেন, আজকে যে সকল ডিপিইও, ইউইও এবং এইউইও তারাই স্কাউটসের প্রাণ। আপনারাই স্কাউটকে এগিয়ে নিয়ে যাবেন। আজ যে স্থানটিতে আমরা সভা করছি তা ছোট স্থান। আগামীতে কষ্ট করতে হবে না জেলা স্কাউটের ৮৯ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ফাউন্ডেশনে একটি ভবনের কাজ চলমান রয়েছে। সেখানে একটি হল রুম করা হবে। ৩ শ জন বসার স্থান থাকবে সেখানে। আমরা আগামীতে সভা সমাবেশ ওই হল রুমে করতে পারবো বক্তারা আরো বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাব শিক্ষক নেই সেই প্রতিষ্ঠানে কাব শিক্ষক নিয়োগ দিলে স্কাউট আরো শক্তিশালী হবে। আমরা যদি কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কাউটের সাথে সম্পৃক্ত করতে পরি তাহলে ভাল পথে আনতে পারবো। এ সব শিক্ষার্থীদের ক যদি মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে,তবেই গতানুগতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। স্কাউট আন্দোলনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য আমাদের কে একদিন বসতে হবে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি কাব শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রশিক্ষণে গেল সেই নারী শিক্ষার্থী তা কোলের ন্তানকে নিয়ে যেতে পারবে। তাকে দেখভাল করার জন্য একজন সহযোগি নিতে পারবেন। স্কাউটস প্রশিক্ষন বিভাগ ব্যায় ভার বহন করবে।তবে সেই শিক্ষিকা কোর্স সম্পূর্ন ভাবে সমাপ্ত করতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে আমাদের মাঝে পরিবর্তন আনতে হবে। এটিওরা জোম সভার মাধ্যমে কাব লিডারদের নিয়ে সভা করলে স্কাউট কার্যক্রম আরো বেগবান হবে।
আরো বক্তব্য রাখেন, সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটস সম্পাদক অজয় ভৌমিক। আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার গোলাম সরোয়ার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, আঞ্চলিক স্কাউট উপ কমিশনার হাফেজ আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারগণ।