এইচ.এম নিজাম:
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ নির্বাচনের প্রার্থীদের মাঝে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। সকাল ৯টা থেকে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা কামরুল হাসানের কাছ থেকে প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন।
প্রার্থীদের মধ্যে ২ চেয়ারম্যান, ৩৪ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী সহ মোট ৪৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী প্রতীক পেয়েছেন (মোবাইল) ও প্রবাসী জাকির হোসেন প্রধানিয়া পেয়েছেন (আনারস) প্রতীক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ সদস্য পদে সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি প্রতীক পেয়েছেন (টিউবওয়েল), মোহাম্মদ মনিরুজ্জামান মানিক প্রতীক পেয়েছেন (হাতি), জাকির হোসেন হিরু প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), মোঃ শাহ আলম খান প্রতীক পেয়েছেন (তালা), মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী প্রতীক পেয়েছেন (অটোরিক্সা), মোঃ মাহবুবুর রহমান প্রতীক পেয়েছেন (উট পাখি), আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘুড়ি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (হাইমচর) ২নং ওয়ার্ড থেকে খোরশেদ আলম প্রতীক পেয়েছেন (তালা) ও এস.এম. কবির প্রতীক পেয়েছেন (টিউবওয়েল)। সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ) ৩নং ওয়ার্ড থেকে মশিউর রহমান মিঠু প্রতীক পেয়েছেন (তালা), মোঃ শাহাবুদ্দিন হোসেন প্রতীক পেয়েছেন (হাতি), মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (ঘুড়ি), আলী আক্কাস (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪নং ওয়ার্ড থেকে সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আল-আমিন ফরাজী প্রতীক পেয়েছেন (হাতি), জসিম উদ্দিন প্রতীক পেয়েছেন (টিউবওয়েল), মোঃ রিয়াদুল আলম প্রতীক পেয়েছেন (তালা), বাদল ফরাজী প্রতীক পেয়েছেন (উটপাখি)।
সাধারণ সদস্য পদে (মতলব উত্তর উপজেলা) ৫নং ওয়ার্ড থেকে মোঃ আলাউদ্দিন সরকার প্রতীক পেয়েছেন (তালা), মিনহাজ উদ্দিন খান প্রতীক পেয়েছেন (হাতি), মোঃ হাবিবুর রহমান প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), আব্দুল্লাহ মোহাম্মদ ইসা প্রতীক পেয়েছেন (টিউবওয়েল)।
সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬নং ওয়ার্ড থেকে জোবায়ের হোসেন প্রতীক পেয়েছেন (হাতি), তৌহিদ ইসলাম প্রতীক পেয়েছেন (টিউবওয়েল), বিল্লাল হোসেন প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), আহসান হাবিব প্রাঞ্জল প্রতীক পেয়েছেন (তালা), মোঃ সালাউদ্দিন প্রতীক পেয়েছেন (অটোরিক্সা), শামসুল হক (উটপাখি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড মোঃ জসিম উদ্দিন প্রতীক পেয়েছেন (তালা), মোঃ বিল্লাল হোসেন প্রতীক পেয়েছেন (টিউবওয়েল) ও আঃ রব মিয়া (হাতি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড থেকে মাহবুব আলম প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), মোঃ জাকির হোসেন প্রতীক পেয়েছেন (ক্রিকেট ব্যাট), মোঃ মনির হোসেন প্রতীক পেয়েছেন (টিউবওয়েল), মোঃ বিল্লাল হোসেন প্রতীক পেয়েছেন (অটোরিক্সা), মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত (তালা) প্রতীক পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে আয়শা রহমান প্রতীক পেয়েছেন (দোয়াত কলম), জোবেদা মজুমদার খুশি (ফুটবল) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া) থেকে শামছুন নাহার প্রতীক পেয়েছেন (দেওয়াল ঘড়ি), নাজমা আক্তার আখি প্রতীক পেয়েছেন (দোয়াত কলম), রোকেয়া বেগম প্রতীক পেয়েছেন (বই), তাছলিমা আক্তার প্রতীক পেয়েছেন (ফুটবল) ও রওনক আরা (টেলিফোন) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে জান্নাতুল ফেরদৌসী প্রতীক পেয়েছেন (ফুটবল), মুক্তা আক্তার প্রতীক পেয়েছেন (দোয়াত কলম), রুবি আক্তার প্রতীক পেয়েছেন (বই), ছকিনা বেগম প্রতীক পেয়েছেন (মাইক), শিউলি আক্তার (হরিণ) প্রতীক পেয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।