তুহিন ফয়েজ:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।
২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী পেয়েছেন মোবাইল প্রতিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানিয়া পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়াও সদস্য পদে ৫নং ওয়ার্ড মতলব উত্তর কাজী হাবিবুর রহমান প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), সরকার আলাউদ্দিন পেয়েছেন (তালা), মিনহাজ্ব উদ্দিন খান পেয়েছেন (হাতী), ইছা পাটোয়ারী পেয়েছেন (টিউব ওয়েল প্রতিক)। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মোহাম্মদ জাকির হোসেন, মোহনপুর ইউপি আ.লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আ.লীগ নেতা ফজলুল হক সরকার, মোহনপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, যুবলীগ নেতা শামিম বেপারী, মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ শাহাদাত সহ রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ২নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, মোহনপুর পর্যটনের পরিচালক কাজী হাবিবুর রহমান মতলববাসী সকলের কাছে দোয়া চেয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে মতলবের সকল উন্নয়ন কাজে এবং সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। তিনি বলেন, আমি বিশ্বাস করি মতলব উত্তর উপজেলার জনপ্রতিনিধিরা আমার পাশে আছেন, থাকবেন তাদের স্বর্মথন, দোয়া ও তাদের মূল্যবান ভোটের মাধ্যমে বিপুল ভোটে আমি জয়ী হবো ইনশাল্লাহ।