প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা প্রতিনিধি সম্মেলন ২৯ জানুয়ারি,শনিবার, বিকাল ৩ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কমরেড মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মাকসুদা আক্তার লাইলী, অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক কমরেড পরেশ কর। সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমরেড মনীষা চক্রবর্ত্তীকে সভাপতি ও কমরেড জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের অতিথি কমরেড মাকসুদা আক্তার লাইলী বলেন, দেশের রাজনীতিতে আজ চরম অস্থিরতা বিরাজ করছে। মানুষ বেশ অর্থকষ্টে ভুগছে। করোনাকালে অনেক মানুষ বেকার হয়েছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলছে। তাই মানুষ আজ দিশেহারা। চরম পুঁজিবাদী সমাজব্যবস্থায় সরকার কখনোই মানবিক হতে পারে না। তাই অতিসংকটকালেও জিনিসপত্রের দাম বাড়ছে।
তিনি আরও বলেন, মানুষের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। এতে করে গণতন্ত্র বলতে আর কিছুই থাকে না। এমনতর পরিস্থিতিতে বামপন্থা আন্দোলনকে জোরদারের কোন বিকল্প দেখছি না। এখন বিপ্লবের পথকে ত্বরান্বিত ছাড়া আমাদের গত্যন্তর নেই। তাই কমিউনিস্ট পার্টির পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মেহনতি-গরীব মানুষের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনকে জোরদার করতে হবে।