মো. হোসেন বেপারী:
চাঁদপুর জেলার এসএসসি ৯৮ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে হাজীগঞ্জ ডাকাতিয়ার তীরে নদী বাড়ী রিসোর্টে এ মিলন মেলার আয়োজন করা হয়। এদিন গ্রæপ ক্রিয়েটর মহসীন মোল্লার সভাপতিত্বে আট উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের পুরোনো বন্ধুদের মিলন মেলা ঘটে।
এ মিলন মেলার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন গ্রæপের এডমিন কাজী জিয়াউর রহমান, সাত্তার, জসিম উদ্দিন, রাসেল, সোনিয়া আলম দিপা ও টাইটেল স্পন্সর আবদুল মালেক মোল্লা। দিনব্যাপী মিলন মেলায় বেলুন- পায়রা উড়ানো, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ‘অন্তরাত্মার নিবিড় বন্ধনে, এসো মিলি একই প্রাণে’ এ শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালে সারাদেশে এসএসসি ৯৮ ব্যাচের শুভ সূচনা হয়।