স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা আইনজীবি সমিতির ভবনে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রধানকারী মহামানব এ এফ এম প্রফেসার আরসাম ড,কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুরের ৩৮ তম শুভ জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার চাঁদপুর জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদ উদ্যাগে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আশেকে রাসুল জেলা সমন্বয় ক এডভোকেট রইসুর রহমানের সভাপতিত্বে মিলাদ পরিচালনা করেন, দেওয়ানবাগ দরবার শরীফের ওলামা মিশনের সদস্য এ আর হযরত মাওলানা বোরহান উদ্দিন জিহাদী, এ আর হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম,এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ টি এম মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এমরান হোসেন,এডভোকেট আশেকে রাসুল আঃ সাত্তার, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট শাহিন,এডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর জেলা জ্বালানী তেল জেলা মালিক সমিতির সাধারন সম্পাদক এ আর এস আলম,চাঁদপুর ব্যাংক এশিয়া ম্যানেজার মহসীন, এ আর ইসমাইল হোসেন, এ আর মতিন মিজি, এ আর আক্তার, এ আর দেলোয়ার হোসেন খান, এ আর সফিক মিয়াজি, ,দৈনিক আদি বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এ আর এস এম মহসিন, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি এ আর সুজন আহমেদ, এ আর দাদন মিজি, এ আর আকাশ, এ আর মুকবুল উকিল, এ আর মুকবুল, এ আর জাকির হোসেন খান, অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দেওয়ানবাগ দরবার শরীফের ওলামা মিশনের সদস্য এ আর হযরত মাওলানা গিয়াস উদ্দিন জালালি।