রহমান রুবেল
নানান কমসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে সকাল ৭টা ৩০মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ঘটিকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা জাতীয় শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রব ভূঁইয়া, সহ সভাপতি মনজুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, সদস্য রফিকুল্লাহ কোম্পানি, সদস্য দেলোয়ার হোসেন সরকার, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী।
জেলা যুবলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ন আহবায়ক আবু পাটোয়ারী।
জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাদ আছর চাঁদপুর জেলার সকল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাখফেরাত এর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।