স্টাফ রিপোটার:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে আ.লীগ সমর্থিত সম্মিলিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদের প্রাথীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দুই প্যানেলে ১৫টি পদে ৩০জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এসময় ৩৩৭জন ভোটারেরর মধ্যে ৩৩৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালীন সময়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আনন্দ আর উদ্দীপনা বিরাজ করছিল। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন অ্যাডঃ শহিদ উল্ল্যাহ কায়সার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডঃ আলম খান মঞ্জু। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডঃ এম এ হালিম পাটওয়ারী ও অ্যডঃ জেসমিন আক্তার।
দুপুর ১টায় নির্বাচন পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুলসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তাকমীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সমিতি মিলনায়তনে উপস্থিত ছিলেন। এছাড়া রাতে ভোট গণনার সময়ে দুই প্যানেলের প্রাথীদের পক্ষে তাদের শুভাকাক্সক্ষীসহ আত্বীয়-স্বজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।