বিশাল দাস :
চাঁদপুর জেলায় নতুন ১৭জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৫জুন বৃহস্পতিবার মোট ১৫১টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে ১৭জনের পজেটিভ এবং বাকী রিপোর্টগুলো নেগেটিভ এসেছে। এ পর্যন্ত চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬৬৯জনে। এর ভয়াল থাবায় প্রাণ হারিয়েছেন জেলায় এ পর্যন্ত ৪৯জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
২৫জুন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৪জন, হাইমচরে ৪জন, মতলব উত্তর ৩জন, ফরিদগঞ্জে ২জন, শাহরাস্তি ২জন, হাজীগঞ্জে ১জন ও কচুয়ায় ১জন।
চাঁদপুর জেলার আক্রান্ত ৬৬৯জন করোনা রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৯জন, মতলব দক্ষিন ৭৪জন, হাজীগঞ্জ ৬৮জন, শাহরাস্তি ৮৭জন, ফরিদগঞ্জে ৬৫জন, হাইমচর ৪০জন, মতলব উত্তরে ৩৬জন ও কচুয়ায় ৩০জন।
জেলায় মৃত ৪৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩জন, মতলব দক্ষিন ২জন, হাজীগঞ্জ ১৪জন, শাহরাস্তি ৪জন, ফরিদগঞ্জে ৬জন, মতলব উত্তরে ৫জন ও কচুয়ায় ৫জন।