স্টাফ রিপোর্টার:
‘বন্ধুত্ব থাকুক অটুট’ এই ¯স্লোগানে চাঁদপুর জেলায় সংগঠিত হয়েছিল চাঁদপুর জেলা এসএসসি ও সমমান-২০০০ ব্যাচের প্লাটফর্মটি।
এই প্লাটফর্মটি ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি কয়েকজন বন্ধুর উদ্যোগে জীবন-জীবিকার তাগিদে এদিক-ওদিক চলে যাওয়া বা হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের একত্রিত করা বা মিলিত হওয়ার জন্য সৃষ্টি হয়েছিল। বর্তমানে এসএসসি ২০০০ ব্যাচের প্লাটফর্মে ৭শতাধিক সদস্য রয়েছে।
গতকাল শুক্রবার চাঁদপুর জেলা এসএসসি ও সমমান-২০০০ ব্যাচের উদ্যোগে মেঘনার তীরবর্তী এলাকা মিনি কক্সবাজার নামে খ্যাত স্থানে আনন্দ ভ্রমণ করা হয়। আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা এসএসসি ও সমমান-২০০০ ব্যাচের চাঁদপুর সদর উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলা থেকে আগত প্রায় অর্ধশতাধিক বন্ধুরা। আনন্দ ভ্রমণের ট্রলারটি সকাল সাড়ে ১০টা শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। মিনি কক্সবাজারে গিয়ে ভ্রমন পিপাসু বন্ধুরা মজমাস্তিতে মেতে উঠে সবাই।
এসময় ১১জনের ২টি টিম ফুটবল খেলায় অংশগ্রহণ করে। ফুটবল খেলায় একটি দল ৩-০ গোলে তার বিপরীত দলকে হারায়। খেলা শেষে সব বন্ধুরা মেতে উঠে তাদের পছন্দের লোকেশনে ছবি তোলায়। এরপর দুপুর পৌনে ১টায় মিনি কক্সবাজার থেকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। নামাজ শেষে চলে আসে জেলা শিল্পকলা একাডেমী ভবনে। সেখানে দুপুরের খাবার শেষে পুনরায় একটু বিনোদনের জন্য বন্ধুদের মাঝে খালী গলায় গান গেয়ে শোনান কয়েকজন ক্ষুদে শিল্পী বন্ধু। এরপর চাঁদপুর জেলা এসএসসি ও সমমান-২০০০ ব্যাচের ১ম বর্ষপূর্তি উদযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বেশকিছু দিন আগে এই প্লাটফর্মের ব্যানারে বাবুরহাট হাইস্কুলের এসএসসি-২০০০ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শহরতলীর ফাইভ স্টার পার্কে বনভোজনের আয়োজন করা হয়েছিল। ওই সময় প্রায় শতাধিক বন্ধুসহ তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে পার্কে কনসার্ট, র্যাফেল ড্রসহ ব্যাপক অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছিল। যা চাঁদপুরের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সরাসরি সম্ম্প্রচার করা হয়েছিল।