স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলায় সাতটি পৌরসভায় কর্মরত কয়েকশ’ লোকের চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। গত ৮ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌরসভা-১ শাখা পৌরসভায় বিধিবহির্ভূতভাবে চুক্তিভিত্তিক, আউটসোর্সিং, মাস্টাররোল কর্মচারী নিয়োগ বন্ধ করণ প্রসঙ্গে চিঠি ইস্যু করায় পৌরসভায় কর্মরত কয়েকশো কর্মচারীদের মাঝে এ শঙ্কা তৈরি হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুসারে ৬টি পদে (সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী পুরোহিত ও ডোম) চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ রয়েছে। বিভিন্ন পৌরসভায় খবর নিয়ে জানা যায়, পরিচ্ছন্ন কর্মী ছাড়াও পৌরসভার সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন স্থায়ী পদের বিপরীতে পৌরসভাসমূহের প্রচুর অস্থায়ী কর্মচারী নিয়োগ দেয়া হয় যা বিধিবহির্ভূত। এছাড়াও আউটসোর্সিং এর মাধ্যমে মাত্রা অতিরিক্ত অস্থায়ী কর্মচারী নিয়োগ দেয়ার ফলে দেশের অধিকাংশ পৌরসভায় স্থায়ী কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিধি বহির্ভূতভাবে মাস্টাররোল কর্মচারী নিয়োগ না করা এবং পৌরসভার অনুমোদিত সাংগঠনিক কাঠামো অতিরিক্ত জনবল ছাটাইকরণ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হতে বিভিন্ন সময়ে তিনটি পত্র পতাকা ক-খ-গ-ঘ জারি করা হলে পৌর মেয়রগণ এসকল পত্রের নির্দেশনা অনুসরণ না করে এখনো নিজেদের খেয়াল খুশিমতো চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ দিচ্ছেন। পৌরসভায় বিধিবহির্ভূতভাবে মাত্রাতিরিক্ত অস্থায়ী কর্মচারী নিয়োগের বিষয়ে নির্দেশক্রমে যেসকল নির্দেশনা প্রদান করা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র সাংগঠনিক কাঠামোভুক্ত ৬টি পদ (সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলবী, পুরোহিত ও ডোম) ব্যতীত অন্য কোন পদে অস্থায়ী চুক্তিভিত্তিক, আউটসোর্সিং, মাস্টাররোল কর্মচারী নিয়োগ দেয়া যাবেনা। উল্লেখিত পদসমুহ ব্যতীত বিধিবহির্ভূতভাবে নিয়োগকৃত অস্থায়ী কর্মচারী নিয়োগ অনতিবিলম্বে বাতিল করে স্থানীয় সরকার বিভাগ কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। সাংগঠনিক কাঠামো ভুক্ত স্থায়ী পদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং অস্থায়ী চুক্তিভিত্তিক আউটসোর্সিং মাস্টার রোলে নিয়োগকৃত সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী, পুরোহিত ও ডোম এর বেতন ব্যতীত অন্যান্য অস্থায়ী কর্মচারীদের বেতন প্রদান করা যাবে না। এখন থেকে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ব্যতিরেকে কোন স্থায়ী অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না এবং যে সকল পৌরসভা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে ব্যর্থ হবে সেসকল পৌরসভার সকল প্রকার বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়ার সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি জানান, আমাদের পৌরসভায় ৭১জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া আছে। এছাড়া ২৩৭জন স্থায়ী জনবল কর্মরত। মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পেয়েছি। আমাদের মেয়র করোনা আক্রান্ত তিনি সুস্থ হলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমাদের কাজের খাত অনেক বেশি তাই একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সে তালিকা থেকে কাউকে কাউকে বাদ দেয়ার ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে তবে আগে মেয়র মহোদয় সুস্থ হতে হবে।