স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ৮ উপজেলার করোনা উপসর্গ আছে এমন ৬০জনের নমুনা প্যাথলজি ফলাফলের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। সর্বশেষ তথ্য অনুযায়ী,১০৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ৬০টির রেজাল্ট অপেক্ষমান। ৪৯টির মধ্যে ৪৫টি নেগেটিভ, আর ৪টি পজিটিভ।
চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার ২৬ টি নমুনা টেস্টের জন্যে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে পাঠানো হবে ৩৪টি। এ নিয়ে সর্বমোট নমুনা টেস্টের জন্যে চাঁদপুর জেলা থেকে পাঠানো হয়েছে ১০৯টি। এর মধ্যে ৪৯টির রেজাল্ট পাওয়া গেছে। আর ৬০টির রেজাল্ট অপেক্ষমান। ৪৯টির মধ্যে ৪৫টি নেগেটিভ, আর ৪টি পজিটিভ।
আগামীকাল সন্ধ্যা নাগাদ অথবা বুধবার ২৬টির রেজাল্ট আসার সম্ভাবনা আছে।