ইকবাল বাহার:
চাঁদপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫০ জনের মাঝে চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় ৫০ জন চেক গ্রহীতাদের মধ্যে ৩৫ জন ক্যান্সার, ৫জন স্ট্রোকে প্যারালাইজড ও ১০জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী ছিলেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এসব দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো। বর্তমানে দেশেই এসব জটিল রোগের চিকিৎসা হচ্ছে। প্রধানমন্ত্রী এসব রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে দিয়েছেন। তিনি সবসময় সকলের পাশে রয়েছেন। তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী সমাজসেবা অধিদফতরের মাধ্যমে প্রতিবছর চাঁদপুর জেলার ২ লাখ গরীব অসহায় জনগোষ্ঠীকে ১শ ৯২ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা সহায়তা দিচ্ছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), জেলা আ.লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
উল্লেখ্য, উক্ত ২৫ লাখ টাকার বিশেষ বরাদ্দ ছাড়াও ২০২১-২২ অর্থবছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা সহায়তা বাবদ প্রথম কিস্তিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। শীঘ্রই ১শ ১৫জন জটিল রোগীকে ৫০ হাজার টাকা হারে এ সহায়তা দেয়া হবে।