স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে পৌঁছেছে একলাখ পাঁচ হাজার ডোজ সিনোফার্মার টিকা। গতকাল সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ টিকাগুলো রিসিভ করেন। অবশেষে পাঁচদিন পর আবার আজ থেকে শুরু হচ্ছে টিকা কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
এর আগে গত ৩১ আগস্ট মঙ্গলবার চাঁদপুরে ভ্যাকসিন মজুত শেষ হওয়ায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আপাতত বন্ধ করে দেয়া হয়। চাঁদপুরে সিনোফার্মার টিকা এসেছে ২লাখ ২১হাজার ডোজ আর এ্যাস্টেজেনেকার টাকা পাওয়া গেছে ২লাখ ১০হাজার। এ টিকার ইতোমধ্যে প্রদান করা হয়েছে। চাঁদপুরে টিকার জন্যে নিবন্ধন করেছে ৫লাখ ৫১হাজার জন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২লাখ ৩০হাজার জন। আর প্রায় ১লাখজন ডাবল ডোজ টিকা নিয়েছেন।
সর্বশেষ গতকাল ১লাখ ৫হাজার ডোজ টিকা আসায় আবারও টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে।
আজ,
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।