স্টাফ রিপোর্টার:

চাঁদ দেখার উপর ভিত্তি করে চাঁদপুরের ৪০টি গ্রামে উৎসবমুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে । হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফে সকাল ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় । ঈদের নামাজে ইমামতি করেন পীর মুফতি আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী । এ সময় শতাধিক মুসল্লী ঈদের জামাতে অংশ নেয় । পরে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় । হাজিগঞ্জ, ফরিদগঞ্জ ,মতলব , কচুয়া ও শাহারাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে । নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত পালন করা হয়।