স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের কর্তৃক অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারে, একটি হোটেলে ও দুইটি মুদি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ জুলাই (রবিবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ও চাঁদপুর জেলা প্রশাসক(সার্বিক) নির্দেশনায় চাঁদপুর ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন পরিচালনায় চাঁদপুর সদরে হাজী মহসিন রোডে এবং পাল বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভাবে নজরদারি করেন।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাল বাজারের “মেসার্স খান স্টোরকে ৫’হাজার টাকা এবং “মেসার্স হাফেজ স্টোরকে” ৫’ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে হাজী মহসিন রোডে হোটেল আল ইমরান হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া করার দায়ে ও খাবারে তেলাপোকা পাওয়ায় দশ হাজার টাকা এবং এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় দশ হাজারর টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
এবিষয়ে ভোক্তা কর্মকর্তা নুর হোসেন রুবেল বলেন চাঁদপুর সর্বমোট মোট ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় ‘ত্রিশ’ টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। তিনি আরো বলেন, আমরা নিত্যপণ্যের দাম মনিটরিং করি, এবং উপস্থিত ব্যবসায়ীদেরকে ও ক্রেতাদের সচেতন করি। এসয় আমাকে সহযোগিতা করেন
ক্যাব চাঁদপুর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে চাঁদপুর ভোক্তা অধিদপ্তর বাজার তদারকিমূলক অভিযান অব্যাহতি রাখবে।