স্টাফ রিপোর্টার:
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং এ ভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর জেলায় ৭ জন মারা গেছে বলে জানা গেছে। এর মধ্যে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন। আর অন্য ৫ উপসর্গ (জ্বর, কাশ সর্দি , মাথা ব্যাথা, ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। শুক্রবার সকাল ১১টা থেকে গতকাল শনিবার ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উক্ত ৭ জন মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জনের একজন হচ্ছেন মতলব উত্তর উপজেলার এবং অপরজন হচ্ছেন হাজীগঞ্জের।
আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন সদর উপজেলার এবং অপর ২ জন ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার। মতলব উত্তরের যিনি করোনা রোগী হয়ে মারা যান তিনি যেদিন তার পজিটিভ রিপোর্ট আসে সেদিনই মারা যান। আর হাজীগঞ্জে মৃত ব্যক্তির মারা যাওয়ার ৫-৬দিন পর গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে।
মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডস্থ দর্জিঘাট এলাকায় খান বাড়ির মহররম খানের স্ত্রী সাহিদা বেগম (৫৫), শহরের হাজী মহসিন রোডস্থ ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়েজ উল্যাহ (৭৫), শহরের নিউ ট্রাক রোডস্থ বটতলা এলাকায় মোঃ আবুল খায়ের (৫৫), মতলব উত্তরের গণভবনের পরিচ্ছন্নতাকর্মী মোসলেম উদ্দিন বেপারী, কচুয়া উপজেলার পালগীরি গ্রামের সত্তরোর্ধ্ব বৃদ্ধা ফজিলাতুন্নেসা এবং ফরিদগঞ্জের সাংবাদিক আবুল হাসনাত।