চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ২৪৫ টি নমুনা পরীক্ষার রিপোর্টে এই ৯ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৭ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ হাজার ৬০৫ জন। এদিনও করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করেন ২৩৪ জন। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বুধবার (২৯ সেপ্টেম্বর) মোট ২৪৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্ট নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, ফরিদগঞ্জে ১ জন, হাইমচরে ১ জন, কচুয়ায় ১ জন, শাহরাস্তিতে ১ জন।
জেলায় এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৬৩ হাজার ৫৬২ টি। যার মধ্যে পজেটিভ এসেছে ১৪ হাজার ৮৪৮ টি। এবং নেগেটিভ এসেছে ৪৮ হাজার ৭১৪ টি রিপোর্ট।
জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৬২৬১, ফরিদগঞ্জে ১৬১৯, মতলব দক্ষিণে ১২৬০, শাহরাস্তিতে ১৬২৪, হাজীগঞ্জে ১৫২৩, হাইমচরে ৮৪৬, মতলব উত্তর ৯০০ ও কচুয়ায় ৮৩৪ জন।
জেলায় মৃত্যুবরণকারী মোট ২৩৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৯২, ফরিদগঞ্জে ৩৫, মতলব দক্ষিণে ১৭, শাহরাস্তিতে ৩০, হাজীগঞ্জে ২৬, হাইমচরে ৭, মতলব উত্তরে ১৪ ও কচুয়ায় ১৩ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা প্রতিরোধে সবাইকে আরো বেশি সতর্ক হতে হবে।
স্টাফ রিপোর্টার