স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গত ২৪ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। সবশেষ গত বৃহস্পতিবার মতলব উত্তরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া যুবকের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন না। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রিপোর্ট আসার পর এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ।
জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে মৃত ওই যুবক কুমিল্লার দাউদকান্দিতে ছিলেন শ্বশুর বাড়িতে। সেখান থেকে গত বুধবার তাকে মতলব উত্তর উপজেলার পুতিয়ারপাড় বোনের বাড়িতে দিয়ে যান। বোনের বাড়িতে অবস্থান নিলে সেখানকার লোকজন আপত্তি করলে বৃহস্পতিবার চলে আসেন নিজ বাড়ি উপজেলার শিকারীকান্দি গ্রামে। সেখানে তার মৃত্যু হয়। তার করোনা নমুনা সংগ্রহ করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।
এদিকে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, জেলাতে মোট আক্রান্ত ১২ জন, একজন মৃত, ১ জন সুস্থ ও ১০ জন চিকিৎসা নিচ্ছেন।