নজরুল ইসলাম আতিক :
চাঁদপুরে ৪৯ তম সমবায় দিবসে তিনটি সমবায় সমিতির মোট ২১০ জন সমবায়ীকে ঋণ দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান খান, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা কানিজ ফাতেমাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, যারা সমবায় সমিতিগুলোর নেতা আছেন অনেকেই জাতীয় স্বর্নপদক প্রাপ্ত। কিন্তু এর মধ্যে অনেকেই আছেন যারা পুরস্কার প্রাপ্ত হয়ে তাদের দায়িত্ব অবহেলা করছেন। যা মোটেও কাম্য নয়। তাদের উচিৎ সমবায় সমিতিগুলোর নেতা হিসেবে সংগঠনের উন্নয়নের স্বার্থে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখা।