আহসান হাবিব পাটওয়ারী:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেটকারযোগে ফেনসিডিল পাচার কালে ১ হাজার ৬শ পিচ ফেনসিডিলসহ মোঃ জিয়া উদ্দিন রিয়াজ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোর পৌনে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযানে চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বানিয়াচৌ নামক স্থানে শাহরাস্তি থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-২৮৬৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রæত গতিতে ঘটনাস্থল অতিক্রম করে নাওড়া সড়কে ঢুকে পড়ে। পুলিশ তাদের ধাওয়া করে ঘুঘুশাল বান দিঘির পাড়ে গিয়ে গাড়ির গতিরোধ করতে সক্ষম হয়। এসময় গাড়িতে তল্লাশি করে ৮টি প্যাকেট ভর্তি মোট ১ হাজার ৬শ পিচ ফেনসিডিল জব্দ করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গাড়ি চালক পুলিশের নির্দেশনা অমান্য করে গাড়িটি নিয়ে দ্রæত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।