চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি ওই ইউনিয়নের টাওয়ার খীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির কর্মরত এসআই পলাশ বড়ুয়া ও এএসআই শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করে।
চাঁদপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নজরুল ইসলাম আতিক