নজরুল ইসলাম আতিক:

চাঁদপুরে নিবন্ধিত এক হাজারেরও অধিক জেলেকে বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিনও প্রদান করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে শুরু হয়ে ২৯জুলাই ২০২০পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়। মৎস্য অধিদপ্তরের বৃহত্তর কুমিল্লা জেলার অন্তর্গত মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের সাথে আলাপকালে জানা যায়, বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রম হিসেবে কিভাবে জেলেরা মাছ ধরার পাশাপাশি অন্য কিছু করে আয় বৃদ্ধি করে করতে পারে এই প্রশিক্ষণটি তারই একটি অংশ।
সেই উপলক্ষে প্রশিক্ষণ শেষে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় ১৭০০ জেলেকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্থাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত এক হাজারের অধিক ছেলেকে প্রশিক্ষণ প্রদান করে সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে। বাকিদের আগামী অর্থবছরে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরো যোগ করে বলেন, সেলাই মেশিন প্রাপ্ত জেলেদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়েছে। যাতে করে পরবর্তীতে জেলেরা এই মেশিন বিক্রি করতে না পারে। যদি কেউ বিক্রি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।