বিল্লাল ঢালী :

চাঁদপুর জেলায় নতুন করে আরো ৫১ জন করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুর মোট ৯৭০ জনের মধ্যে এই সংক্রমন ছড়িয়েছে এবং এর ভয়াল ছোবলে প্রাণ হারিয়েছে জেলায় ৬০জন।
২জুলাই বৃহস্পতিবার মোট ৮৮ টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে। তারমধ্যে ৫১ জনের পজেটিভ এবং বাকী রিপোর্টগুলো নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
২জুন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৩০জন, মতলব দক্ষিণে ৫জন, এরমধ্যে মৃত একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। ফরিদগঞ্জে ৯জন, হাজীগঞ্জে ৫জন, এবং হাইমচরে ২জন।
জেলায় মোট ৯৭০জন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৮৪জন, মতলব উত্তরে ৬৮জন, মতলব দক্ষিণে ১০৬জন, ফরিদগঞ্জে ৯৮জন, হাজীগঞ্জে ৯৫জন, কচুয়ায় ৪৩জন, হাইমচরে ৭৫জন ও শাহরাস্তিতে ১০১জন।
জেলায় মোট ৬০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭জন, মতলব উত্তরে ৮জন, মতলব দক্ষিণে ৩জন, ফরিদগঞ্জে ৭জন, হাজীগঞ্জে ১৬জন, কচুয়ায় ৫জন ও শাহরাস্তিতে ৪জন।