চাঁদপুর প্রতিনিধি:
চাল, ডাল, তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে যোগদানের জন্য বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে পৌর ঈদগাহ ময়দানে জমায়েত হয়। পরে তারা পুনরায় মিছিল নিয়ে ১০নং চৌধুরী ঘাট থেকে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনের সামনে একটি ট্রাকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেছিলেন কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে রাস্তায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা সেখানেই সমাবেশ চালিয়ে গেলে এক পর্যায়ে পুলিশ তাদের সমাবেশে বাধা প্রদান করে। এ সময় ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল জানান, সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করি। এসময় পুলিশ এসে আমাদের সমাবেশে বাধা দেয় এবং আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ইটপাটকেল ছোড়ে। এই সংঘর্ষে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, তারা রাস্তা অবরোধ করে সমাবেশ করে। পুলিশ তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে। কিন্তু তারা তা অমান্য করে রাস্তা অবরোধ করে তাদের সমাবেশ চালিয়ে গেলে পুলিশ একপর্যায়ে বাধা প্রদান করলে তারা ইটপাটকেল ছুড়তে শুরু করে। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও ১০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।