বিল্লাল ঢালী :
চাঁদপুরে ইএএলজি প্রকল্পভূক্ত ৩০টি ইউনিয়ন ও দুইটি উপজেলার কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিটির সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের কার্যালয়ে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান। এসময় ৪হাজার ২শ জনের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভব, পিপিই সেট বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্ট প্রতিটি ইউনিয়নকে অর্ধলক্ষাধীক টাকা করে প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূর উদ্দিন মামুন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাজী বিল্লাল, ইউনিয়ন পরিষদ সচিব সমিতির চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক এম, এ কুদ্দুস রোকন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও গ্রামপুলিশ সদস্যবৃন্দ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আশা করি এ সকল সুরক্ষা সামগ্রি প্রদানের ফলে করোনা প্রতিরোধে প্রকল্পভূক্ত ইউনিয়ন পরিষদের ও কমিউনিটি ক্লিনিকসমূহের কাজের গতি আরো বৃদ্ধি পাবে।
Aa