স্টাফ রিপোর্টার:
চাঁদপুর ও হাইমচরের সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি ঈদের পরদিন বুধবার সকাল থেকে ঈদের তৃতীয় দিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে চাঁদপুরে এসেই তিনি পুলিশ সুপারের আমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণ করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ জসিম উদ্দিন মিঠু এবং পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের মায়ের মৃত্যুতে তাদের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
পরে চাঁসকের সাবেক জিএস মিজান মাঝির জানাজায় অংশগ্রহণ করে সেখানে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য দিতে গিয়ে স্মৃতিচারণ করেন।
বুধবার রাতেই তিনি শহরের কালীবাড়ি, ওয়ারলেস মোড়, বাবুরহাট, নতুনবাজার, বড় স্টেশন, পালবাজার, বিপনীবাগ সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের তৃতীয় দিন বৃহস্পতিবার নেতার সাথে সাক্ষাৎ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সকাল থেকেই সুজিত রায় নন্দীর ফরাক্কবাদ কুমুড়ুয়া নিজ বাড়িতে সাধারণ মানুষের ঢল নামে। কুলোকুলি খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বাড়িতেই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অগনিত মানুষের সাথে। পরে দুপুর ১২টায় হাইমচর উপজেলার বাইতুল জামে মসজিদ মাঠে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
অনুষ্ঠান শেষে তিনি হাইমচরের বাংলাবাজার, নয়ানী, ঢেলের বাজার, তেলীর মোড়, জনতা বাজার, আলগীবাজার, হাইমচর বাজার, চরভৈরবী, সহ বিভিন্ন এলাকার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও সুজিত রায় নন্দী চাঁদপুর সদরের কুমুরুয়া নন্দী বাড়ি, ফরক্কাবাদ বাজার, ঐতিহ্যবাহী মমিনবাড়ি মাদ্রাসা, রানীর হাট বাজার, মদিনা মার্কেট, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা, হরিনা বাজার, ল²ীপুর, বহরিয়া বাজার, দোকানঘর, রঘুনাথপুর ও জাফরাবাদের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সুজিত রায় নন্দীর সাথে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।