এ. আর রুবেল :
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক আল-আমিন (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় চাঁদপুর বাগাদী চৌরাস্তার একটু সামনেই এই দুর্ঘটনা ঘটে। তিনি বেক্সিমকো কোম্পানির ঔষধ সরবরাহকারী পিকআপ ভ্যান চালক হিসেবে নিয়োজিত ছিলেন। এসময় গাড়িতে থাকা কোম্পানির সেলসম্যান আবু তাহের (৩৪) গুরুতর আহত হয়েছে।
জানা যায়, কোম্পানির কাজে তারা চাঁদপুর থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা হয়েছিল এসময় অপর দিক থেকে আসা একটি তেলের ভাউচারে সাথে পিকআপ ভ্যানেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সাথে সাথেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক ও সেলসম্যানকে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। চিকিৎসারত ডাক্তার চালক আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরী ভিত্তিতে তাকে ঢাকা রেফার করে। ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো জানা যায়, মৃত আলামিন বরিশাল জেলার মেহেদীগঞ্জ গ্রামের শাহ-আলমের ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সে চাঁদপুরে বাসা ভাড়া নিয়ে থাকতো। ৩ ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। তার বড় ভাই আরো আগেই মারা গেছে।