স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ শিরা মারা গেছেন। সোমবার দিবাগত মাঝরাতে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
সে স্ট্রোক করে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চতুরঙ্গ-এর মহাসচিব হারুন আল আল রশিদ।
মূলত সে সঙ্গীতের বাদ্যযন্ত্র বাদক। মাঝে মাঝে গানও গাইতো। তবে সে পেশাদার তবলা, প্যাড ও ড্রাম বাদক।
জানা যায়, তারা বাবা মা অনেক আগেই মারা গেছেন। এ নিয়ে শিবা দুইবার স্ট্রোক করেছে। প্রথমবার রক্ষা পেলেও এবার আর শেষ রক্ষা হয়নি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারুন আল রশিদ বলেন, না ফেরার দেশে চলে গেলো শীবা। ক্ষমা করিস আমাদের
অনেক চেষ্টা করেছিরে..ওপারে ভালো থাকিস