রহমান রুবেল :
“নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ, মুজিব বর্ষে ই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে ই-পাসপোর্ট এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি। একযোগে দেশের ৬টি জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার ও নারায়ণগঞ্জ এ কার্যক্রম চালু করা হয়।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যে বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের কথা বলেন তখন অনেকেই হেসেছিলো। কিন্তু আজ তিনি অত্যন্ত দক্ষতার সহিত এদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপে রূপান্তরিত করেছেন।
তিনি আরো বলেন, আমাদের পাড়াপড়শি অনেক দেশ আছে যারা আমাদের চাইতে উন্নত কিন্তু তারা এখনো ই-পাসপোর্ট চালু করতে পারেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আমরা ই-পাসপোর্ট চালু করতে পেরেছি।
এসময় ভাস্কর্য ভাংচুরের বিষয়ে তিনি বলেন, ভাস্কর্য পাহারা দিতে ইতোমধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। দেশের শিল্প ও ঐতিহ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত ছিলেন, পরিচালক মো. সাইফুল ইসলাম, ই-পাসপোর্ট প্রকল্প অফিসার লেফটেন্যান্ট কর্নেল রায়হান তারিক, উপসহকারী পরিচালক মো. ছুফি উল্লাহ ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ মৃদুল ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।