মোঃ ওমর ফারুক:
চাঁদপুরে গত কয়েকদিনের তীব্র শীতের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও দিন মজুর মানুষ পড়েছে বেশি বিপারেক। কারণ তীব্র শীতের কারণে অনেকেই কাজে বের হতে পারছে না। চাঁদপুর আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল চাঁদপুরে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১৩.৪ আর সর্বোচ্চ ছিলো ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি শীত মৌসুমে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো গত ৩০ডিসেম্বর শুক্রবার ১৩.২ডিগ্রি সেলসিয়াস।
গেল কয়েকদিন কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকছে চারিদিক। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে পরিবহন। শীতের কারণে দুর্ভোগ বেড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষসহ ছিন্নমূল মানুষের।
অটো চালক মুকবুল হোসেন, সোহেল বরকন্দাজ জানান, ঠাÐার কারণে মানুষজন ঘর থেকে বের না হওয়ায় যাত্রীর সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীর সংখ্যা কমে যাওয়া পরিবার পরিজন নিয়ে খুবই বিপাকে আছি।
চাঁদপুর আবহাওয়া অফিসের উর্ধ্বতন কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব বলেন, আগামী ২৪ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আগামী ৫দিন তাপমাত্রা হ্রাস পেতে পারে।