স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে বিভিন্ন এলাকায় আমাল ফাউন্ডেশন এর উদ্যোগে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এই প্রবল শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে একটুখানি উষ্ণতা পৌঁছে দেওয়ার প্রচেষ্টাই এই আয়োজনের উদ্দেশ্য। এই বিতরণে আমাল ফাউন্ডেশন সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন হোসাইন মাহমুদ, বাদশা ভূইয়া, শাকিল আখন্দ। প্রকৌশল শওকত আখন্দ শীতার্তদের উদ্দেশ্য বলেন, আমরা আপনাদের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে সবসময় থাকতে চেষ্টায় করেছি আগামীতেও করবো।