রহমান রুবেল:
চাঁদপুরে মৎস্যজীবী, পরিবহন শ্রমিক, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চালকসহ বিভিন্ন পেশার সাড়ে ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবারের সদস্যদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে, চাঁদপুরে যত শীতবস্ত্র আছে, তা যেন প্রকৃতপক্ষে যারা দুস্থ, শীতে কাতর, শীতবস্ত্র কিনতে পারে না বা কিনতে কষ্ট হয় তারাই যেন পান। তাঁর এই নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়নে শীতবস্ত্র ভাগ করে দিয়েছি, যেন চাঁদপুরের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে এই শীতবস্ত্র গুলো পৌঁছে যায়।
জেলা প্রশাসক আরো বলেন, আমরা চাই প্রধানমন্ত্রীর দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তাঁর যে অবদান, তা যেন দেশের মানুষ জানতে পারে। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবেন এবং চিন্তা করেন। তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন তাঁর ভালোবাসার মানুষের কাছে এই শীতবস্ত্র পৌঁছে দেয়ার জন্যে। যেন শীতার্ত মানুষগুলো উষ্ণতা পায় এবং কষ্টে না থাকে। শীতটা যেন কিছুটা হলেও আরামদায়ক হয়ে যায় তাঁর জন্যে। এই জন্যই আজকের এই কার্যক্রম।
জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোয়েব।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সহায়তায় ৪শ জেলে, ২শ পরিবহন শ্রমিক ও ৫০জন ট্রাক লরি কার্ভাড ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।