ইকবাল পাটওয়ারী স্বপন:
চাঁদপুর শহরের মাইক্রো স্ট্যান্ডে লরি থেকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বড় আকারের একটি ক্রেণ ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় দুর্ঘটনায় কবলিত হয়ে ক্রেণটি।
জানা যায়, মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর নতুন একটি ক্রেণ চট্টগ্রাম থেকে চাঁদপুর নিয়ে আসা হয়। ক্রেণটি চাঁদপুর অবস্থিত ১৫০মেগওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট এ ব্যবহার করা হবে। এ ঠিকাদারি প্রতিষ্ঠানের অপর আরেকটি ক্রেণ এ প্ল্যান্টে ব্যবহার হয়ে আসছে। নতুন ক্রেণটি চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে নিয়ে আসার পর লরি থেকে নামানোর সময় দুর্ঘটনায় পতিত হয়। এসময় ক্রেণের সামনের অংশ, ইঞ্জিনের ও তৈলের ট্যাংক ক্ষতিগ্রস্থ হয়। ক্রেণটি উঠনোর জন্যে অন্তত ২০টন অপর একটি ক্রেণ প্রয়োজন হবে বলে জানা গেছে।
মাইক্রো স্ট্যান্ডের অবস্থানরত প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন এ ক্রেণ নামনো জন্যে যে পরিকল্পনা করার দরকার ছিলো তার যথেষ্ট অভাব ছিলো। নামনোর জন্যে যে রশি ব্যবহার করা হয়েছে তা ছিলো দুর্বল।
লরির হেলফার মোঃ জুয়েল জানায়, ক্রেণ নিয়ে রাত তিনটায় আমরা চাঁদপুর পৌঁছি। আমরা শুধুমাত্র পরিবহনের দায়িত্ব কিন্তু মালামাল বা ক্রেণ উঠনো ও নামানোর দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। ক্রেণটি দুর্ঘটনায় পরার জন্যে আমাদের কোনো দায় নেই।