স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর মোরাল পাদদেশে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যার্চুয়াল সভা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধুকে স্মরণ ও দোয়া করা হচ্ছে। অপরদিকে চাঁদপুরের বিভিন্ন উপজেলাগুলোতেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মতলব উত্তর: মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন।
মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে শনিবার সকালে ১০টায় পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রথমে পুস্পস্তবক অর্পণ করে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল, এরপর চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুলকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা পরিষদ, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল এর নেতৃত্বে উপজেলা আ’লীগ,ছেংগারচর পৌর আ’লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, ছেংগারচর পৌর যুবলীগ ও আ’লীগের সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারি, বেসরকারি সংগঠন। পুষ্পমাল্য অর্পণে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ আ’লীগ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।
কচুয়া: কচুয়া উপজেলা পরিষদের সামনে নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেসক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী পাটওয়ারী।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সবুজ, প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কচুয়া ঈদগাহ জামে মসজিদের খতীব মাওলানা জামাল হোসেন।
একইদিন কচুয়া পৌরসভার আয়োজনে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, বর্তমান সহ-সভাপতি মানিক ভৌমিক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, প্রমুখ।
হযরত শাহ নেয়ামত মাহ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, অভিভাবক সদস্য সৈয়দ আব্দুল জব্বার বাহার, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজ ও সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। কড়ইয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ অনূরূপ কর্মসূচির আয়োজন করে। একইদিন মহদ্দিরবাগ আলহাজ্ব সুলতান ভূঁইয়া কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ- মাহফিলের আয়োজন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউসুফ ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহ মিয়াজী। এসময় এতিম শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের মসজিদ গুলোতে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।
শাহরাস্তি:
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলমগীর হায়দারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ১৫ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের উদ্যোগে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা তাঁতীলীগ নেতা মাইন উদ্দিন মানিকের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ।
এছাড়া শাহরাস্তি পৌরসভার উদ্যোগে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক হাজী আব্দুল লতিফের নেতৃত্বে সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন পৌর মেয়র ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পরে পৌর কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ।
এছাড়া শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর উদ্যোগে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধাদের শোক র্যালী ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন এবং শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদ সংগ্রহে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, মতলব উত্তর প্রতিনিধি, কচুয়া উপজেলা প্রতিনিধি ও শাহরাস্তি প্রতিনিধি।