রহমান রুবেল:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করেছে চাঁদপুর জেলা মহিলা আ.লীগ। গতকাল সোমবার সকালে জেলা আ.লীগ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
জেলা মহিলা আ.লীগের নেত্রী রেনু বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহŸায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য অরূপ কর্মকার, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ঢালি শুক্কুর, সদস্য জাহাঙ্গীর আলম শাওন প্রধানিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম, মহিলা আ.লীগের নেত্রী ফাহিমা আক্তার পান্না, হাজীগঞ্জ মহিলা আ.লীগের সভাপতি মুক্তা আক্তার, শাহরাস্তি পৌর মহিলা লীগের সভাপতি হাসিনা বেগম, ২নং ওয়ার্ড মহিলা আ.লীগের সভাপতি মনোয়ারা বেগম মনু, ১নং ওয়ার্ড মহিলা আ.লীগের সভাপতি ময়না বেগম, নাজমা বেগম, রোকেয়া আক্তার, আমেনা বেগম, নার্গিস সুলতানা, আসমা বেগম, শাহিনুর, নার্গিস বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আ.লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ মহিলা আ.লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।