স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহর ও শহরতলীর কাঁচা বাজারগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর চেম্বার, পুলিশ বিভাগ, পৌরসভার সচিব, জেলা বাজার কর্মকর্তা, ৫টি বাজারের সভাপতি/সেক্রেটারি, ইজারাদারগণকে নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, মাননীয় শিক্ষা মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও সকলের সম্মিলিত সিদ্ধান্তে বাবুরহাট বাজার, ওয়ারলেছ বাজার, বিপনিবাগ বাজার, পাল বাজার ও নতুন বাজারের কাঁচামাল, মাছ ও মাংসের দোকানগুলো আগামীকাল/পরশু থেকে যথাক্রমে বাবুরহাট কলেজ মাঠ, ওয়ারলেছ-গাছতলা ব্রীজ রাস্তার দুপাশে, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর ঈদগাহ মাঠ, রাস্তার দুপাশে ( পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে) বসবে। শহরের অন্যান্য স্থানে কোন কাঁচাবাজার বসতে পারবে না। ভ্রাম্যমান দোকানগুলোকেও ঐ নির্ধারিত স্থানে বসতে হবে। জেলা প্রশাসন, চাঁদপুর এই সিদ্ধান্ত বান্তবায়নে সম্মানিত পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে।
আজ,
সোমবার , ২৭ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।