ইকবাল বাহার
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, স্থানীয় বাসিন্দা আঃ কাদের ভূঁইয়ার ছেলে মোঃ শুক্কুর আলী (৪০) ও পার্শ্ববর্তী ক্লাব রোড এলাকার মৃত শফিক বেপারীর ছেলে মোঃ জাহেদ (১৮)।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী। অভিযানে ৩নং কয়লাঘাট এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে গ্রফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদকসেবিদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম বলেন, মাদকসেবীদের তথ্য দিয়ে সাহায্য করা হলে আমাদের কাজ আরো সহজ হয়। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।