ইকবাল পাটোয়ারী স্বপন:
করোনা দিন দিন শক্তি সঞ্চার করে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে চাঁদপুর জেলায়। জেলায় নিত্যনতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করতে। শত চেষ্টার মাঝেও থেমে নেই আক্রান্ত। মানুষের মনে ভীতি থাকলেও রয়েছে সচেতনতার অভাব। তাই প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৫৮ জন করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় ১১০১ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে। ভাইরাস টি প্রান নিয়েছে ৬৫ জনের।
৬ জুলাই সোমবার ১৫৭ টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে। তার মধ্যে ৫৮ জনের পজেটিভ এবং ৯৯ জন নেগেটিভ আসে। এরমধ্যে উপসর্গ নিয়ে মৃত ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনজনসহ জেলায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
৬ জুলাই আক্রান্তদের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান –
চাঁদপুর সদর ২২ জন, হাজিগন্জ ০৩ জন মতলব (দঃ) ৯ জন, হাইমচর ২ জন, শাহরাস্তি ০৪ জন, মতলব উওর ০৩ জন, ফরিদগন্জ ১১ জন, কচুয়া ০৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত ফরিদগঞ্জ উপজেলার গল্লাক এলাকার দুইজন এবং সদর উপজেলার রহমতপুর কলোনীর একজন রয়েছে। তারা চাঁদপুর সদর হাসপাতলে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাদের করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে। যারা মৃত্যু বরন করেছে তাদের পরিচয় হলো- নুরুল ইসলাম মিজি (৭১),আবু তাহের (৬০) গল্লাক,ফরিদগঞ্জ এবং
ফাতেমা বেগম(৭০) রহমতপুর কলোনি, চাঁদপুর সদর।
জেলায় মোট আক্রান্ত ১১০১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান –
চাঁদপুর সদর ৪৩৯ জন, হাজিগন্জ ১০৫ জন, মতলব (দঃ) ১২৫ জন, হাইমচর ৭৯ জন, শাহরাস্তি ১০৯ জন, মতলব উওর ৭৩ জন, ফরিদগন্জ ১২১ জন, কচুয়া ৫০ জন।
জেলায় মোট মৃত্যুবরণকারী ৬৫ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান –
চাঁদপুর সদর ১৯ জন, হাজিগন্জ ১৬ জন, মতলব (দঃ) ৩ জন, হাইমচর ১ জন, শাহরাস্তি ৪ জন, মতলব উওর ৮ জন, ফরিদগন্জ ৯ জন, কচুয়া ৫ জন।