বিল্লাল ঢালী:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী দেশ ব্যাপী এককোটি চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও বৃক্ষ রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মাজেদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় নিম কাঠ বাদামসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। জেলা বন কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।