স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদরের আশিকাঠি এলাকার একটি গোডাউন হতে ১ হাজার ১শত বিয়াল্লিশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। রোববার ১৩ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১লাখ ৭১হাজার ৩শ টাকা।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ-এর উপস্থতিতে চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি এলাকার একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় আনুমানিক এক হাজার একশত বিয়াল্লিশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ (আনুমানিক মূল্য প্রতি কেজি ১৫০/-টাকা হিসেবে ১,৭১,৩০০/-টাকা) জব্দসহ সর্তকর্তামূলকভাবে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রেখে বিভিন্ন দোকানে সরবারহ করা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গোডাউন মালিক মোঃ বশির পাটওয়ারী দোষ স্বীকার করায় ও ভবিষ্যতে আর নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবসা করবে না মর্মে অঙ্গীকার করায় সর্তকর্তামূলকভাবে তাঁকে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
জব্দকৃত ১,১৪২ (এক হাজার একশত বিয়াল্লিশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগের আনুমানিক মূল্য প্রতি কেজি ১৫০/-টাকা হিসেবে ১,৭১,৩০০/- (এক লক্ষ একাত্তর হাজার তিনশত) টাকা। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।