রহমান রুবেল:
চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১০জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী ও নগদ অর্থ ১০ ব্যক্তির হাতে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। আমরা সমাজ থেকে এই অভিশাপ দূর করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশ থেকে ভিক্ষুক কমে যায় এবং পুনর্বাসিত হয়। সেই প্রচেষ্টা থেকে শুরু করা এবং আমরা চেয়েছি বিজয়ের মাস থেকে এই কাজটি শুরু করব। তারই আলোকে আজকে আমরা ১০জনকে পুনর্বাসন করলাম। আমরা এসব সামগ্রী দেয়ার পূর্বে যে যেই কাজে সক্ষম সে আলোকে তাদের সাক্ষাৎকার নিয়ে এবং তাদের ইচ্ছেমতই বিভিন্ন সামগ্রী কিনে দিয়েছি। তারা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে আর বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে না। তারা নিজের পায়ে দাঁড়াবে। ভিক্ষুকদের পুনর্বাসনে চাঁদপুরে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুনর্বাসনে উদ্যোগ নেয়া ব্যক্তিদের মধ্যে তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে পোষাক, মুদি মালামাল, ভ্যান, ওজন মাপার যন্ত্র, গবাদি পশু ও নগদ অর্থ প্রদান করা হয়। এসব ব্যক্তিরা তাদের পুনর্বাসনের বিষয়ে নতুন পেশায় যেসব ইচ্ছা পোষণ করেন তারই প্রেক্ষিতে এসব উপকরণ সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইঁয়া, প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসাইন, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া মোঃ ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও পৌর সমাজ কর্মী মোঃ কামরুজ্জামান।
পুনর্বাসিত ভিক্ষুক সদস্যরা হলেন চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ লোকমান হোসেন, নুর জাহান খাতুন, আলমগীর ছৈয়াল, আমেনা বেগম, জানেজা বেগম, তাহেরুন্নেছা, মনোয়ারা বেগম, লুৎফা বেগম, জামিলা খাতুন ও নাজমা বেগম।