রিয়াজ শাওন:
‘বইয়ের সাথে চলুক জীবন, গড়ুক সুন্দর চিন্তা ও মনন’ এই ¯স্লোগানকে হৃদয়ে ধারণা করে দেশে জুড়ে বইয়ের আলো ছড়িয়ে দিচ্ছে বইবৃক্ষ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার বিশ্ব বই দিবস উপলক্ষে বইবৃক্ষ চাঁদপুর শাখার উদ্যোগে বিশ্ব বই দিবসকে ব্যতিক্রমী উদ্যোগে উদযাপন করে সংগঠনটি। শহরের মাদ্রাসা রোডে অবস্থিত উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বইবৃক্ষ চাঁদপুর শাখার স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই পাঠের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বই পড়ার প্রতিযোগিতা, বই নিয়ে গল্প লিখা এবং আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই বিষয়ে বইবৃক্ষ চাঁদপুর শাখার প্রধান তাসলিমা সুলতানা দৈনিক শপথকে বলেন, আমার উদ্দেশ্য ছিল, বই দিবস উদযাপন করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়া, বইয়ে মনোযোগ দেয়া, বই দিবস সম্পর্কে অবগত করা। আলহামদুলিল্লাহ আমি সফল।
তবে ওদের হাতে বই দিতে পারলে এই দিনে আরো আনন্দ লাগতো। সামনের বছর ইনশাআল্লাহ আমরা এই দিনে প্রত্যেকে বই উপহার দিবো এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইবৃক্ষ চাঁদপুর শাখার স্বেচ্ছাসেবী তাসলিমা সুলতানা, জান্নাতুল নাইম শিমু, প¦ীতৃরাজসহ সহ আরো অনেকে।